টঙ্গীতে স্ত্রী ও শ্বশুররের নির্যাতনের শিকার জামাই, এদের নির্যাতনের হাত থেকে মুক্তি চান জামাই।
মৌসুমি আক্তারঃ
গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা কান্নারটেক এলাকার স্ত্রী ইয়াছমিন আক্তার (২৩) ও শ্বশুর মোঃ ইমরান হোসেন শুক্কুরের বিরুদ্ধে জামাই হুজাইফাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে জামাই টঙ্গী পশ্চিম থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি করে। অভিযোগ সূত্রে জানা যায় হুজাইফা নামে এক যুবক পারিবারিক ভাবে ইয়াছমিন আক্তারকে গত ১৯ শে সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে পাঁচ লক্ষ টাকা দেন মোহর দুই লক্ষ টাকা ওসিল ও তিন লক্ষ টাকা বাকি রাখিয়া ইসলামী শরিয়া মোতাবেক কাজী অফিসে বিবাব হয়। বিবাহের পর থেকে স্ত্রী কারো কোন কথা শোনে না, সে তার ইচ্ছা মতো চলাফেরা করে। এছাড়াও তার চাচাতো ভাই নাজমুলের সাথে প্রেমের সম্পর্ক আছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে আরও উল্লখ আছে পারিবারিক এই সকল বিষয়াদি নিয়া সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত ১৪ ই মার্চ ২০২৩ ইং তারিখ সকাল ১০ ঘটিকার সময় স্ত্রী ইয়াছমিন আক্তার নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও বিপুল পরিমাণ স্বার্ণালঙ্কার সহ ঘর থেকে পালিয়ে বাপের বাড়িতে চলে যায়। জামাই খোঁজ নিয়ে জানতে পারে তার স্ত্রী বাপের বাড়িতে আছে।তাকে আনতে গেলে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে,সাফ জানিয়ে দেয় সে তার সংসার আর করবে না। গত ২৩ শে মার্চ ২০২৩ ইং তারিখে জামাইয়ের একটি ট্রাক তার শ্বশুর লোকজন দিয়ে আটক করে। পরে টঙ্গী পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করে। স্ত্রীকে বার বার আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে গত ২১ শে মার্চ ২০২৩ ইং তারিখে উকিলের মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ প্রদান করেন কিন্তু স্ত্রীর পরিবার এতে কোন সাড়া দেন নি। জামাইয়ের গাড়ী উদ্ধার হলেও নগদ টাকা ও স্বর্ণ এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই। এবিষয়ে গাজীপুর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছে জামাই মামলা নং- ৪১৮। এ বিষয়ে জামাই হুজাইফার সাথে কথা হলে তিনি বলেন আমাদের পারিবারিক ভাবেই বিবাহ হয় কিন্তু বিবাহের পর থেকে আমার স্ত্রী আমার সাথে সব সময় খারাপ আচরণ করতো। আমি পরে জানতে পারি তার চাচাতো ভাই নাজমুলের সাথে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। এছাড়াও তার আগে একটি বিবাহ হয়েছিল। সেখান থেকেও নগদ টাকা ও স্বার্ণালংকার নিয়ে পালিয়ে বাপের বাড়ীতে চলে আসে। পরে সেই জামাইকে তালাক প্রদান করে। নারী ও তার বাবার অত্যাচার থেকে আমি এবং আমার পরিবার বাঁচতে চাই?