• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে ড্রাগ আবিষ্কার এবং ওষুধের পুন:র্নির্মাণ,, নিয়ে সেমিনার অনুষ্ঠিত”

জামালপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামী গ্রেপ্তার!

71Times / ৫৭৯৬ Time View
Update : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

জামালপুরে যুদ্ধাপরাধ মামলার পলাতক আসামী গ্রেপ্তার
মো. আলমগীর, জামালপুর।
আট বছর আত্মগোপনে থাকার পর আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনালের গ্রেপ্তাতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মো. বেলায়েত হোসেন (৮০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২জুন) দুপুর ২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজ সকালে সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বেলায়েত হোসেন ওরফে বিল্লাল হোসেন ওরফে বিল্লাল উদ্দিন (৮০)। তিনি সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা চাঁনপুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, তার বিরুদ্ধে ২০১৫ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে একটি মামলা হয়। মামলার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজ গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের যে সকল মামলা বিচার চলমান এবং বিচার হয়ে গিয়েছে। সেই মামলায় অনেকের বিচার হয়ে সাজা ভুগ করছে। অনেকে পলাতক রয়েছে। সেই গুলোর মধ্যে মুক্তাগাছা থানার ২টি মামলায় জামালপুরের ৭জন আসামী আছে। মুক্তাগাছার একটি মামলার পলাতক আসামীকে আমরা ধরতে পেয়েছি।
তিনি আরও বলেন, ২০১৫ সালে বীর মুক্তিযোদ্ধা গোলাপ আলী বাদী হয়ে যুদ্ধাপরাধ ট্রাইবুনালে ৯ জনকে আসামী করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। তাদের মধ্যে ৫জন আগেই গ্রেপ্তার আছে এবং ২জন মারা গিয়েছে। এদের মধ্যে জামালপুর সদরের ২জন। তার মধ্যে মো. বেলায়েত হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পলাতক আসামীরা যাতে আবার দেশবিরোধী কোন কর্মকাণ্ড করতে না পারে, সেই দিকে পুলিশ সচেতন রয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সীমা রানী সরকার, ডিএসবির ওসি এমএম মাইনুল ইসলাম ও সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর