নির্বাচন করতে চান কেন? কি পরিকল্পনা?
মৌসুমি আক্তারঃ
এমপি প্রার্থী নিজে হাতে হাতে লিফলেট বিতরণ করলেন, ঢাকা-১৮ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে নিজেই ঘোষণা দিয়েছেন। ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকায় আলোচনা সভা করেছেন, সাংবাদিক সমাজ, সুশীল সমাজ, সেক্টর বাসী, হতদরিদ্র অসহায় মানুষের সাথে ও। ঢাকা-১৮ আসনের প্রায় ৩০ টি পয়েন্টে উঠান সভার মাধ্যমে ঈদ উপহার বিতরন করেছেন। ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি প্রার্থী হিসেবে নির্বাচন করার চিন্তাভাবনা করেই সক্রিয় হয়ে মাঠে নেমেছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান ও শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করেন। ঢাকা-১৮ আসনের বিভিন্ন এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকা-১৮ আসনে নির্বাচন করার জন্য অবশেষে মাঠে প্রকাশে বিচরণ করলেন। ঢাকা-১৮ আসনের উত্তরখান “হযরত শাহ্ কবির রহঃ দরবার” এ জিয়ারত করেছেন। হযরত শাহ্ কবির রহঃ দরবার জিয়ারত করতে আসা লোকজনের হাতে হাতে লিফলেট তুলে দেন এবং মাজার গেইটে দাড়িয়ে সকল শ্রেনীর মানুষের হাতে হাতে লিফলেট বিতরন করেন, আলোচনা করেন, কথা বলেন।
কে এই দয়াল কুমার বড়ুয়া?। কেন নির্বাচন করতে চান?। নির্বাচনী প্রতিশ্রুতি পরিকল্পনা তুলে ধরেছেন বিতরণ করা লিফলেটে। লিফলেট বিতরণের তথ্য চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও মুহুর্তে ছড়িয়ে পড়েছে…