• শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৪ জামালপুরে এডাব ও এসপিকে-র আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত” ফুটপাতের দোকান উচ্ছেদে কঠোর অভিযান অপশক্তির গ্রাসে বিপন্ন দ্বীন-মিল্লাত-মানবতার মুক্তি সাধনায় চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লবের মানবতার রাজনীতি মহাসমাবেশ বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন। জামালপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটিতে ড্রাগ আবিষ্কার এবং ওষুধের পুন:র্নির্মাণ,, নিয়ে সেমিনার অনুষ্ঠিত”

জামালপুরে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 

71Times / ৭১২৬ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

জামালপুরে আইনগত সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
‘বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিমামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ এ স্লোগানকে সামনে রেখে জামালপুর
স্থানীয় পর্যায়ে উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটিকে শক্তিশালীকরণ ও আইনগত সহায়তা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬জুলাই) দুপুরে সদর উপজেলার সভা কক্ষে জামালপুর সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. এহ্সানুল হক।
জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুন, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা শাখার চেয়ারম্যান আন্জুমনোয়ারা বেগম হেনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর সদর থানার কর্মকর্তা এস আই মনিরুল ইসলাম, মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, বাঁশচড়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, শরিফপুর ইউপি সচিব মো. রফিকুল ইসলাম তালুকদার, লক্ষিরচর ইউপি সদস্য লিলি আক্তার, আসক জেলা কমিটির সভাপতি জাকির হোসেন খান, সহ-সভাপতি আইনজীবী বিপ্লব দে, সহকারী পরিচালক কাউছার আহম্মেদ প্রমুখ।
প্রধান অতিথি জেলা ও দায়রা জজ তাঁর বক্তব্যে বলেন, আমরা জনগণের ট্যাক্সের টাকায় সরকারি বেতন ভোগ করি। অথচ অসহায়, নির্যাতিত, বিচারপ্রার্থী দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে অনিহা দেখাই। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি থাকলেও নিয়মিত মিটিং হয় না। দরিদ্র মানুষের আইনগত সেবা দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। তিনি কমিটির মিটিং নিয়মিত করে প্রতি তিনমাস পর পর জেলা লিগ্যাল এইড কমিটির কাছে প্রতিবেদন জমা দেয়ার আহ্বান জানান। সরকারি অন্যান্য দায়িত্ব পালনের পাশাপাশি লিগ্যাল এইড কার্যক্রম পরিচালনা করাও সংশ্লিষ্টদের দায়িত্ব। জেলা ও দায়রা জজ মহোদয় প্রতিমাসে উপজেলা পর্যায়ে একবার হলেও উপজেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা করার অঙ্গীকার করেন।
মতবিনিময় সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবগণ, সাংবাদিক সহ উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর