শিরোনাম
মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মেলান্দহ থানার ওসির নেতৃত্বে ১১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার -৩ অন্তঃসত্ত্বা নারীর উপরে সন্ত্রাসী হামলা বাড়িঘর লুট ও ভাঙচুর প্রধানমন্ত্রীর কাছে বিচার চান জামালপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  ঢাকা সিলেট মহা সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঢাবি’র মেধাবী ছাত্র জ্যাকি তিতাসে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে স্বদিচ্ছার ইফতার ও ঈদের পোশাক বিতরণ বন্দরের মসজিদ কমিটির সেক্রেটারীর বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ,মুসল্লীদের বিক্ষোভ জামালপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি’র মতবিনিময় সভা  জামালপুরে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন ওবায়দুল কাদের –

71Times / ২৮২৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন ওবায়দুল কাদের – এস এম আজিজুল হাকিম শিমুল : সন্ত্রাস ষড়যন্ত্রের পদ ছাড়তে বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার ২৫শে সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপিকে আজকের এই সমাবেশ থেকে আল্টিমেটাম দিলাম ৩৬ দিনের। ওবায়দুল কাদের বলেন ঠিক হয়ে যান ৩৬ দিনের মধ্যে আগুন সন্ত্রাস ছাড়তে হবে, ৩৬ দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে, ৩৬ দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না আসে আমরা জনগণকে সাথে নিয়ে বিএনপি’র কালো হাত গুঁড়িয়ে দিবো।বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি চেয়ে ৩৬ ঘন্টারআল্টিমেটাম উড়িয়ে দিয়ে ওবায়দুল কাদের বলেন আজকে তারা ৩৬ ঘন্টার আল্টিমেটাম দেয়।তারা তাদের নেত্রীর জন্য কিছু করতে পারেনি। শেখ হাসিনার সহানুবতায় আজ তিনি বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুলের লজ্জা করে না ৩৬ মিনিটেও তারা তাদের নেত্রীর জন্য আন্দোলন করতে পারেনি। গোলাপ বাগের গর্তে পড়ে ফখরুল এখন সোজা হয়ে দাঁড়াতে পারছেন না। তিনি আরো বলেন কারো ভিসা নীতির তোয়াক্কা  আমরা করিনা। বার্তা দিয়ে দিচ্ছি কারো নিষেধাজ্ঞা তোয়াক্কা আমরা করি না। এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়। তুমি কে সাত সমুদ্র তেরো নদীর আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দিবে। যারা নিষেধাজ্ঞার কথা বলে স্যাংশনের কথা বলে তাদের দেশে গণতন্ত্র ত্রুটি মুক্ত নয়। উল্লেখ করে তিনি বলেন তাদের নিজেদের দেশের মানবতা বুলন্ডিত হচ্ছে। তারা কিছুই করতে পারছে না কেনো। নিষেধাজ্ঞ ভিসাণীতি আমরা মানি না। কারো খবর দাড়িতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না বাংলাদেশে নির্বাচন চলবেনা। নির্বাচন যথাসময়ে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কোন নির্বাচন হবে না। তিনি বলেন বাংলাদেশের মানুষ বুঝে গেছে কষ্ট আছে দুঃখ আছে কিন্তু আমাদের একজন নেতা আছে। যে নেতা ঘুমায় না আজকের এই দুঃখ কষ্ট দূর করার জন্য শেখ হাসিনাকেই এদেশের মানুষ বিশ্বাস করে। তিনি যা করতে পারেন তাই বলেন কোনদিনও মিথ্যা কথা বলেন না তার মত ঈমানদার নেতা নেই। তিনি যতদিন আছেন আল্লাহর আশীর্বাদ বাংলাদেশের সঙ্গে আছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি বিশেষ বক্তার বক্তব্য রাখেন ঢাকা ১৮ আসনের সাংসদ ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হাবিব হাসান সমাবেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives