বরুড়ায় শাকপুর জমি দখলকে কেন্দ্র করে তানবির নামে একজন নিহত।
এলাকার সূত্রে জানা যায়, মান্নান ও মোজাম্মেল এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি দখলকে কেন্দ্র করে ঝামেলা সৃষ্টি হয়। আবদুল মান্নানের কাছ থেকে মোজাম্মেল হোসেন এক বছর পূর্বে ৩২ শতক জায়গা ক্রয় করেন। কিন্তু আব্দুল মান্নান জায়গা বুঝিয়ে না দিয়ে বিভিন্ন রকম তালবাহানা করেন। ২৫ই এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় ক্রয়কৃত জায়গায় শ্রমিক নিয়ে বাড়ি বানানোর জন্য গেলে আবদুল মান্নান বাঁধা দেয়। পরে জায়গা ফেরত চাইলে মোজাম্মেল হোসেনের উপর হামলা চালায় আব্দুল মান্নানসহ আরো অনেকে। এতে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে মোজাম্মেল হক, ফারুক হোসাইন এবং তার পিতা ফজর আলীর সাথে আবদুল মান্নান এবং তার ছেলেদের মারামারির সময় মোজাম্মেল আবদুল মান্নানের ছেলে তানভীর এর মাথায় কোদাল দিয়ে আঘাত করলে আহত হয়। পরে তানভীরকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। চিকিৎসা অবস্থায় ২৮ শে এপ্রিল সে মারা যায়। এই ঘটনায় মুজাম্মেল, ফারুক এবং তার পিতা ফজর আলীর বিরুদ্ধে বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। নিহত তানভীর হত্যার আসামীদেরকে ধরার জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে ঘটনার পর আসামীরা বাড়ী থেকে পালিয়ে যায়।