নিজস্ব প্রতিবেদকঃ
জমি বিরোধের সূত্র ধরে বরুড়া শাকপুর গ্রামে বসতঘরে আগুন।
কুমিল্লার বরুড়ায় শাকপুর ইউনিয়নের শাকপুর গ্রামে গত ২৯ এপ্রিল ২০২৩। দুপুর বারোটায় আবদুল মান্নানের ছেলে মোঃ তানভীর (২৬) হত্যার ঘটনায় মোজাম্মেল হোসেন ও ফারুক হোসেন এর বসতঘরে আগুন ধরিয়ে দেয়। গত ২৫শে এপ্রিল মোজাম্মেল হোসেন ও আব্দুল মান্নান এর মধ্যে জায়গা নিয়ে দুপক্ষের সংঘর্ষে তানভীর নামে একজন আহত হয়। স্থানীয়দের সহযোগীতায় তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন ২৮ শে এপ্রিল তানভীরের মৃত্যু হয়। হত্যার প্রতিশোধ নিতে দিন দুপুর বারোটার দিকে মান্নান ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে মোজাম্মেল হোসেন ও ফারুক হোসেন এর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা এসে আগুন নিভাতে সহায়তা করে। এ সময় বাড়ীতে থাকা পরিবারের লোকজন তাদেরকে বাঁধা দিলে। মোজাম্মেল ও ফারুকের স্ত্রীর উপর আক্রমন করে এবং তারা গুরুতরভাবে আহত হলে তাদেরকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তানভীর হত্যায় বরুড়া থানায় মোজাম্মেল, ফারুক ও তাদের বাবা ফজর আলীর বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়। হত্যা কান্ডের আসামি ফারুক, মোজাম্মেল এবং তার বাবা ফজর আলী পলাতক রয়েছে।