নিজস্ব প্রতিবেদক,
বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে মহাদুর্যোগের মধ্যে মহান শুভাগমন করলো মাহে রমজানুল মোবারক। উম্মতে মুহাম্মাদির জন্য অপরিসীম প্রতিদান লাভের উদ্দেশ্যে ইবাদত ও নেক আমলের মৌসুম রমজান মাস।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম জাতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক বাণীতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড মালয়েশিয়া শাখা’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বলেছে- পবিত্র মাহে রমজান সমগ্র মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হন।