জামালপুরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের গেইটপাড় এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার
আমীর খন্দকার মুকাদ্দাস আলী’র সভাপতিত্বে
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার।
জামায়াতে নেতা মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার বলেন, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। শতাব্দীর সেরা স্বৈরাচারের পতনের মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, জনগণের যে আশা আকাঙ্খা প্রত্যাশা জামায়াতে ইসলামী ঘিরে সৃষ্টি হয়েছে, জনগণের সেই আশা আকাঙ্খা বাস্তবায়ন করার জন্য জামায়াতে ইসলামী মাঠে ময়দানে থাকবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, জনগণের হক প্রতিষ্ঠিত করার জন্য জামায়াতে ইসলামী অবিরাম ভাবে সংগ্রাম এবং সাধনা চালিয়ে যাবে। বাংলাদেশে একটি কোরআনের সমাজ, ইসলামী সমাজ, ন্যায় নীতির সমাজ প্রতিষ্ঠা করতে পারে এবং সবার অধিকার ফিরিয়ে দিতে পারে একমাত্র ইসলাম। শুধু মাত্র ইসলামকে হিফায়তের মাধ্যমে এই অধিকার ফিরে পেতে পারে। কোরআনের সমাজ কায়েমের জন্য জনতাকে আহ্বান জানাই। আসুন আমরা আল্লাহর উপর ভরসা করে বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ এবং অধিকার প্রাপ্তির রাষ্ট্র হিসেবে গড়ে তুলি।
জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার
সেক্রেটারি মিছবাহুর রহমান কাওসারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আউয়াল, সাবেক আমীর আইনজীবী নাজমুল হক সাঈদী, নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি আইনজীবী সুলতান মাহমুদ, শিল্প বিষয়ক সম্পাদক রশিদুজ্জামান, বাইতুলমাল সেক্রেটারি আইনজীবী সামিউল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার সহকারী সেক্রেটারি মিজবাউল কাইউম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আল মাসুম, সদর উপজেলার আমীর হাফেজ শরিফুল ইসলাম, ছাত্র শিবিরের জেলার সভাপতি আবু বক্কর সিদ্দিক, ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. সিরাজুল ইসলাম, ১১ নং ওয়ার্ডের সেক্রেটারি জিল্লুর রহমান প্রমুখ।
পরে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জামায়াতে ইসলামী জামালপুর জেলা ও শহর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।