জামালপুরে ট্রাকের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুর সদরের বিনন্দেরপাড়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আনিছুর রহমান (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) রাতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে বিনন্দেরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং অগ্রণী ব্যাংক জামতলী বাজার শাখার ব্যবস্থাপক ও দুই সন্তানের জনক ছিলেন। তিনি পৌরসভার কাচারীপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা আনিছুর রহমান সন্ধ্যার দিকে কাজ শেষে জামতলী থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন। বাড়ি ফেরার পথে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিনন্দেরপাড়া এলাকায় টাঙ্গাইলগামী দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।