জামালপুরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের করণীয় বিষয়ক কর্মশালা
মো. আলমগীর, জামালপুর।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জামালপুরে গণমাধ্যম ও সাংবাদিকদের করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় কর্মশালাটি।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) দুপুরে শহরের দেউরপাড় চন্দ্রায় উন্নয়ন সংঘের ডিটিআরসি হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক কামরুন্নাহার। কর্মশালায় ভিডিওচিত্র উপস্থাপন করেন জেন্ডার প্রকল্প সমন্বয়ক অপূর্ব চক্রবর্তী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের সহকারী পরিচালক মুর্শেদ ইকবাল, ইউএনএফপিএ’র জামালপুর প্রতিনিধি আতাহার আলী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সহ-সভাপতি বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, সাধারণ সম্পাদক পিবিএ’র স্টাফ রিপোর্টার কবি রাজন্য রুহানি, সহ-সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভন, বাণিজ্য প্রতিদিনের সাংবাদিক মো. মাসুদ রানা প্রমুখ।
বক্তারা কর্মশালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্ষতিকর সামাজিক নিয়মনীতি ও বিভিন্ন প্রথার ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যম ও সাংবাদিকের করণীয় বিষয়ের উপর বক্তব্য রাখেন। উন্নয়ন সংঘের আয়োজনে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।