• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
জামালপুরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত  কুমিল্লা জাঙ্গালিয়ায় আইদি কাউন্টারে হামলা! মহান লাইলাতুল কদর মোবারক উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে হযরত মাওলা আলী(আঃ) মহা পবিত্র শাহাদাৎ দিবস উপলক্ষে দোয়া, ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা গাজীপুরে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। দৈনিক বাংলাদেশের খবর প্রতিদিনের ইফতার মাহফিল। মানবতার রাজনীতি সর্বশ্রেষ্ঠ এবাদত এবং মানবতাবিরুদ্ধ রাজনীতি সর্বনিকৃষ্ট অপরাধ। শহীদ আছিয়াসহ সব খুন-ধর্ষণের বিচার ও শাস্তির দাবি জানিয়েছে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক ও মানবাধিকার সুরক্ষা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ” সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে বিভক্তি

যে কারনে টঙ্গীর যুব মহিলা লীগের শিল্পী আক্তারের বিরুদ্ধে মামলা ও অপপ্রচার…

71Times / ৯১৯ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২০

গাজীপুর জেলার টঙ্গী পুর্ব থানার একটি জিটি ও পরে পাল্টা মামলাটি বানোয়াট বলে নিজের ফেসবুকে মতামতগুলো তুলে ধরেছেন আওয়ামী যুব মহিলা লীগের শিল্পী আক্তার সাধারন সম্পাদক টঙ্গী পুর্ব থানার প্রার্থী।

(যে তথ্যগুলো তুলে ধরেছেন সেটাই তুলে ধরা )

আমার প্রশ্ন গুলোর উত্তর মিলিয়ে দেন সাংবাদিক ভাই ও বোনেরা,,,??????

আমি টংগী পূর্ব থানায় জিডি করেছি পরে আমার এলাকায় ডিউটি অফিসার ছিলো এস আই শফিউল সাহেব তিনি আমার বাড়ির আসামি জালাল কে জিগ্যাসা বাদ করে তথ্য পায় আশুলিয়া থানা জিরাবোতে রনির ভাই কাদেরের কাছে আমার গহনা গুলো রয়েছে এস আই শফিউল সাহেব আমাকে ওসি সাহেবের অনুমতি আনার জন্য বা ঘটনাটা বিস্তারিত জানানোর জন্য থানায় যেতে বলেন, ওসি আমিনুল সাহেব এস আই শাহীন মোল্লা সাহেব এবং ডিউটি অফিসার ছিলেন এস আই রাজিব সাহেব,,, আমি ব্যপারটা ওসি সাহেবকে জানাই এবং শাহীন মোল্লা সাহেব ও ছিলেন ওসি সাহেব দায়িত্ব দিলেন শাহীন মোল্লা সাহেব কে আমি বলেছিলাম এস আই শফিউল সাহেব যেহেতু ঘটনাটা প্রথম থেকে দেখতেছেন তাহলে সেই দেখুক ?আর এটাই আমার অপরাধ হয়তো ?পরে ওসি সাহেব এডিসি সাহেব এস আই শফিউল সাহেবকে অনুমতি দিলো পুলিশ ও গেলো জিরাবো আসামি ধরতে,,,, এখন আমার প্রশ্ন হলো জালালকে আমার বাড়িতে রেখেই কেনো আশুলিয়া জিরাবোতে আসামী ধরতে গিয়েছে কেনো থানায় নেয় নাই?কেনো আমাকেই আবার অপহরণ মামলা দেওয়া হলো?কেনো শাহীন মোল্লা সাহেব নিজেই আমার বিরুদ্ধের মামলা নিলেন? আবার বলা হচ্ছে আমার বাড়ি থেকে ৩ জন কে উদ্ধার করেছেন,,,, এখন প্রশ্ন হলো একটা বাড়ি থেকে ৩ টা লোক উদ্ধার হলে আমাদের মিডিয়ার লোক কোথায় ছিলো এলাকার কার সামনে থেকে নেওয়া হয়েছে অবশ্যই তার নাম ঠিকানা জানতে চাই এবং পুলিশ যে ৩ জন উদ্ধার করলো তার লিখিত ডকুমেন্টস কোথায়? শাহীন মোল্লা সাহেব আরো লিখেছেন আমি ৩ লাখ টাকা দাবি করেছি এবং ১০ হাজার টাকা আমাকে বিকাশে দিয়েছে আমার কোন নাম্বার এ টাকা দিয়েছে এবং কোন নাম্বার থেকে দিয়েছে এবং কবে কখন?আমি সকলের কাছে এগুলোর উত্তর চাই আর অনুরোধ করছি এগুলো মিলিয়ে দেখুন সত্যি ঘটনা পেয়ে যাবেন,,,,,
আমি শিল্পী মরে যাবো তবুও অন্যায়ের সাথে আপোষ করবো না,,, আমাকে যে বিপদেই ফেলে আপনাদের স্বার্থ উদ্ধার করতে চান না কেনো লাভ নেই কাজ হবে না,,,,তবে যে সিনেমা আমার সাথে শুরু করেছেন ইনশাআল্লাহ ফিনিশিং টা আমি দিবো।

( বার্তা বিভাগ )


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর