কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় ২০২২-২০২৩ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাম-ফেজ-২ (এনএটিপি) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত বৃহস্পতিবার বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়ামে উপজেলার ৬টি ইউনিয়নের সিআইজি কমিটির সদস্যদের নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন এর সভাপতিত্বে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের সঞ্চালনায় সিআইজি কংগ্রেস এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশিক্ষণ অফিসার এনামুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মনোনীতা দাস, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমারত আলী, সিআইজি কৃষক সমবায় সমিতির আব্দুস ছামাদ, আঃ হাই, হেলেনা বেগম, সুভাসিনী সরকার, লাবলী বেগম, আঃ কাশেম, কৃষি উদ্যোগতা তাজরুল ইসলাম, মামুনুর রশিদ প্রমূখ। এ সময় সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ