৭১ টাইমস্ এর এক সাক্ষাৎকারে জামালপুর জেলা জাতীয় পার্টির জাকির হোসেন খান-
জাহিদুল ইসলাম গান্ধী,
স্টাফ রিপোর্টার।
জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন খান দৈনিক ৭১ টাইমস্ এর এক সাক্ষাৎ কারে বলেন যে, বিগত ৫ বছরে জামালপুরের কোনো রাস্তা ঘাঁট, ব্রীজ কালভার্ট, বাজার ঘাটের উন্নয়নমূলক কার্যক্রম হয়েছে কিনা সেটা আমার জানা নেই কিন্তুু আমার নেতা হুসেইন মুহম্মদ এরশাদের আদশে এবং জি এম কাদেরের নেতৃত্বে আমাকে জামালপুরের সদর আসন থেকে এবং জাতীয় পার্টির লাঙ্গল মার্কাকে আগামী দ্বাদশ নিবাচনে জয় যুক্ত করলে জামালপুরকে আমি একটি উন্নয়নশীল নগর হিসেবে উপহার দিবো, আর এজন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
জামালপুর সদর আসনসহ প্রত্যেকটি আসনে লাঙ্গল মার্কার প্রার্থীকে বিজয়ী করতে সবাই মিলে কাজ করতে হবে।
আপনাদের সাহস, শক্তি এবং ঐক্যবদ্ধতা আমার সাথে থাকলে জামালপুর জেলা কে দেশের মাঝে একটা মডেল হিসেবে পরিচিত করবো ইনশাআল্লাহ।
আপনাদের সুখে দুখে বরাবরের মতোই সারাজীবন পাশে থাকা ও জামালপুরকে উন্নয়নের মাধ্যমে একটি মডেল হিসেবে পরিচিত বা দৃষ্টান্ত যেনো তৈরী করতে পারি সে লক্ষ্যে আমি আপনাদের নিয়েই কাজ করে যাবো।
জামালপুর সদর আসন সহ অন্যান্য আসনগুলো যেনো দেশ ও জনগণের উন্নয়নে শুধু কথার বুলি নয়, কাজ করেও দেখাতে পারে, জাতীয় পার্টি তা কাজের মাধ্যমেই উপহার দিতে পারে সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।
এসময় জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন খান এর সাথে জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।