শিরোনাম
আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন,এই সদর দক্ষিন উপজেলা মাদক মুক্ত করবো ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচনের দাবিতে বরুড়ায় চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন। চট্রগ্রাম জয় করে ৭টি মেডেলে নিয়ে এলো লাকসাম সিতোরিউ কারাতে দো: এসোসিয়েশন” পক্ষপাতিত্বের অভিযোগে বরুড়া থানা”র ওসি প্রত্যাহার জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শুরু  বকশীগঞ্জে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু  ইসলামপুরে ৪ সন্তানের জন্ম দিলেন খুশি বেগম মেলান্দহে সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা জামালপুরে যুব সমাজই পরিবর্তনের অগ্রদূত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  জাতীয় সাংবাদিক সংস্থা ‘র কুমিল্লা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন”

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকের মৃত্যু 

71Times / ৭৯৯৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

জামালপুরে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিকের মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গিয়েছে।
বৃহস্পতিবার (১৫জুন) দুপুর ২টা ৩০মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী মনিরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গোলাম রব্বানী নাদিম নিউজ পোর্টাল বাংলানিউজের জামালপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে
বাড়ি ফেরার সময় বকশিগঞ্জ উপজেলার পাথাটির এলাকায় ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে ১০-১২ জন দুর্বৃত্তরা গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা করে। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় তারা।
স্থানীয় সাংবাদিক এবং পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নাদিমের ছেলে আব্দুল্লাহ আল মামুন রিফাত অভিযোগ করে বলেন, বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন আমার বাবার ওপর এ হামলা চালিয়েছে। বাবু চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় নিহত হয় আমার বাবা। আমি আমার বাবার উপর হামলাকারী সন্ত্রাসীদের ফাঁসি চাই ।
জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, বকশিগঞ্জ উপজেলার সাংবাদিক নাদিমের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ৩জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটক করতে পুলিশের পাঁচটি টিম কাজ করছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives