পাহাড়ি এলাকায় বাড়ছে লটকন চাষ লাভবান কৃষক
এসএম আজিজুল হাকিম( শিমুল) আজ ১২ ই আগস্ট ২০২৩ইং শেরপুর জেলায় গারো পাহাড়ে সীমান্তবর্তী এলাকাগুলোতে রোপন করা হচ্ছে লটকন গাছ । প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে লটকন গাছের গোড়া থেকে ডাল পর্যন্ত ঝুলে আছে লটকনের থোকা গ্রামের বাজার গুলোতে লটকনের ব্যাপক চাহিদা মিষ্টি ওর রসালো লটকনের চাহিদা থাকার পাশাপাশি খরচ কম ও অল্প সময়ে লাভ জনক ফসল হওয়ায় পাহাড়ে বাড়ছে লটকনের চাষাবাদ । আর এইসব লটকনের বাগান বিক্রি হচ্ছে এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এদিকে পাহাড়ি এলাকায় লটকনের চাষে পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। বাউসা গ্রামের লটকন চাষী হামিদুল্লাহ জানান আমি ২০০৭ সালে নরসিংদী জেলার ওজিলাব গ্রাম থেকে ১২০ টি চারা নিয়ে আসি ২০১২ সালে প্রথমবার ৩৫ টি গাছে ফল আসা শুরু করে । তারপরে ২০১৬ সালে সব গাছে ফল আসে পাইকারদের কাছে বিক্রি করে আমি এ বছর এক লক্ষ বিশ হাজার টাকায় বাগান বিক্রি করি । তিনি বলেন আমার বাড়ির পিছনে পতিত ছায়াযুক্ত জমিতে গাছগুলো রোপন করি । আমাদের এই গ্রামে এখন ছোট বড় কয়েকটি বাগান রয়েছে । আশা করি সামনে ফলন আরো বৃদ্ধি পাবে । জেলা কৃষি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা শিবানী রানী নাথ বলেন গারো পাহাড়ের মাটিতে লটকন চাষের প্রায় সব গুলো গুণ রয়েছে । তাই এসব পাহাড়ি গ্রামে লটকনের ভালো আবাদ হবে ।