শিরোনাম
মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মেলান্দহ থানার ওসির নেতৃত্বে ১১ কেজি গাঁজা সহ গ্রেপ্তার -৩ অন্তঃসত্ত্বা নারীর উপরে সন্ত্রাসী হামলা বাড়িঘর লুট ও ভাঙচুর প্রধানমন্ত্রীর কাছে বিচার চান জামালপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  ঢাকা সিলেট মহা সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঢাবি’র মেধাবী ছাত্র জ্যাকি তিতাসে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে স্বদিচ্ছার ইফতার ও ঈদের পোশাক বিতরণ বন্দরের মসজিদ কমিটির সেক্রেটারীর বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ,মুসল্লীদের বিক্ষোভ জামালপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি’র মতবিনিময় সভা  জামালপুরে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল- প্রধান নির্বাচন কমিশনার :

71Times / ৪২৬ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল- প্রধান নির্বাচন কমিশনার :
এসএম আজিজুল হাকিম (শিমুল)  আগামী ৪ই নভেম্বর নাকুগাও লোড আনলোড ৪০৪৬ শ্রমিক ইউনিয়ন নির্বাচন গিরে রয়েছে প্রার্থীদের প্রচার প্রচারণা ও নানান রকম আয়োজন নির্বাচনে প্রার্থীদের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় সহ মতবিনিময় নানান রকম আলোচনার মাধ্যমে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। নাকুগাও লোড আনলোড ৪০৪৬ শ্রমিক ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার নাকুগাঁও আমদানি রপ্তানি কারক মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল এর সঙ্গে কথা বললে তিনি জানান যেসব প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধি লংঘন করবেন তাদের প্রার্থিতা বাতিল করা হইবে। যেসব কারণে প্রার্থিতা  বাতিল হইবে ১/ কোন প্রার্থী মাইকিং করতে পারবেনা বা নির্বাচনী অফিসে বক্স বাজাতে পারবেনা ২/ কোন প্রার্থী মোটরসাইকেল বা গাড়ি বহর নিয়ে শুডাউন  করতে পারবেনা ৩/ কোন প্রার্থী ভোটারদের কাছে টাকার বিনিময়ে ভোটের প্রলোভন দেখাতে পারবেনা বা তাহা যদি কোন ভাবে প্রমাণিত হয় তাহলে ওই প্রার্থীর প্রার্থিতা  বাতিল হইবে। ৪/ নির্বাচনী কেন্দ্রের সীমানার ভিতরে কোন প্রার্থী পোস্টার লিফলেট ব্যানার ফেস্টুন লাগাতে পারবে না। নাকুগাঁও লোড আনলোড ৪০৪৬ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ নবম বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে রয়েছে প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল সহকারি নির্বাচন কমিশনার অরুণ চন্দ্র সরকার নির্বাচন কমিশনাররা হলো মো: সাইদুল ইসলাম মো: আব্দুল হান্নান হারুন মো: আনোয়ার হোসেন আনারুল মো: জামাল উদ্দিন মো: আক্তার হোসেন মো: ইসমাইল হোসেন মো: বরকত আলী এরা সবাই ৪ই নভেম্বর শনিবার নির্বাচনের দিন সকাল আটটা হইতে  বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে এবং ভোটগ্রহণ শেষে ভোট গণনা পর্যন্ত নির্বাচন পরিচালনা করবেন। নাকুগাঁও লোড আনলোড ৪০৪৬ শ্রমিক ইউনিয়ন নির্বাচনে যে সকল প্রার্থীরা রয়েছেন। সভাপতি পদে ৩ জন মো: আলম মিয়া ( ছাতা মার্কা) মো: আব্দুল সামাদ( চেয়ার মার্কা) মো: সাইফুল ইসলাম ( আনারস মার্কা) সাধারণ সম্পাদক পদে ২ জন মোঃ সুজন মিয়া ( চাকা মার্কা)  মোঃ রমজান আলী ( মোটরসাইকেল মার্কা) কার্যকরী সভাপতি পদে ২জন মোঃ খলিলুর রহমান ( ট্রাক মার্কা) মোঃ হালিম উদ্দিন (কলস মার্কা) সহসভাপতি পদে ২জন মোঃ আব্দুল কাদির জিলানী (গরুর গাড়ি মার্কা) শরিফুল ইসলাম শরীফ (হরিণ মার্কা) সহ সাধারণ সম্পাদক পদে ৩জন দুলাল মিয়া (খেজুর গাছ মার্কা) মোঃ শেখ ফরিদ (দেয়াল ঘড়ি মার্কা) মোঃ শফিকুল ইসলাম শফি (উড়োজাহাজ মার্কা) যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২জন মোঃ মোকসেদ আলী (আম মার্কা) মোঃ আরশাদ আলী (বাই সাইকেল মার্কা) সাংগঠনিক সম্পাদক পদে ২জন মোঃ শামীম মিয়া (মই মার্কা) মোঃ বিল্লাল হোসেন (মোরগ মার্কা) কোষাধক্ষ পদে ৩জন মোঃ হযরত আলী (তালাচাবী মার্কা) মোঃ এনায়েত হোসেন (টিউবয়েল মার্কা) মোঃ জমির আলী (মাছ মার্কা) প্রচার সম্পাদক পদে ২জন মোঃ রেজাউল করিম (মাইক মার্কা) মোঃ মিজানুর রহমান ( ঘোড়া মার্কা) দপ্তর সম্পাদক পদে ৩জন মোঃ আবুল হাসেম (বট গাছ মার্কা) মোঃ মাসুম মিয়া (ভ্যান গাড়ি মার্কা) মোঃ ফারুক মিয়া (কাপপিরিচ মার্ক) ক্রিড়া সম্পাদক পদে ৩জন মোঃ মজনু মিয়া ফালান (হাঁস মার্কা) মোঃ আলম মিয়া (পাখা মার্কা) মোঃ রফিকুল ইসলাম (ফুটবল মার্কা) ধর্ম বিষয়ক সম্পাদক পদে ১জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মোঃ আনোয়ার হোসেন সম্মানিত সদস্য পদে ৩জন মোঃ নুরইসলাম (চশমা মার্কা) মোঃ খোরশেদ আলম (কবুতর মার্কা) মোঃ আব্দুর রহিম ( আপেল মার্কা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives