শিরোনাম
অন্তঃসত্ত্বা নারীর উপরে সন্ত্রাসী হামলা বাড়িঘর লুট ও ভাঙচুর প্রধানমন্ত্রীর কাছে বিচার চান জামালপুরে নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনার পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  ঢাকা সিলেট মহা সড়কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ঢাবি’র মেধাবী ছাত্র জ্যাকি তিতাসে মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে স্বদিচ্ছার ইফতার ও ঈদের পোশাক বিতরণ বন্দরের মসজিদ কমিটির সেক্রেটারীর বিরুদ্ধে অর্থ আত্নসাতের অভিযোগ,মুসল্লীদের বিক্ষোভ জামালপুরে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি’র মতবিনিময় সভা  জামালপুরে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান –প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জামালপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন  ভাইস চেয়ারম্যান পদে দোয়া-সমর্থনে মাঠ চষে বেড়াচ্ছেন চাঁদনী

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার : রাষ্ট্রপতি :

71Times / ৭৩১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার : রাষ্ট্রপতি :
এস এম আজিজুল হাকিম (শিমুল)  রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন বলেছেন সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু। দু’দেশের মধ্যে বিরাজমান সম্পর্ক অত্যন্ত চমৎকার বঙ্গভবনে ২৩ আগস্ট রাষ্ট্রপতির সঙ্গে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিগ বিন ফাওজান আল রাবিয়াহ সৌজন্য সাক্ষাতকালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানিয়ে এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। সৌদি আরব বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে রাষ্ট্র প্রধান বলেন সৌদি আরব বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম গন্তব্য। তিনি বলেন সৌদি আরবে কর্মরত বাংলাদেশী দক্ষ ও অদক্ষ জনশক্তি দুই দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। সৌদিতে বসবাসকারী বাংলাদেশীদের কল্যাণ সৌদি সরকার আরো বেশি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন। পবিত্র হজ্জ পালনে বাংলাদেশী হাজিদের জন্য ঢাকায় ইমিগ্রেশন সম্পন্ন করার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন এই উদ্যোগের ফলে জীবনের যাত্রা এবং হজ  পালন সহজ ও আরামদায়ক হয়েছে। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বের সকল হজ যাত্রীগণ আরো সহজে ও নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন। এবছর রাজকীয় অতিথি হিসেবে হজ পালনকালে উষ্ণ আত্মীয়তার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি। তিনি বলেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের কাছে পবিত্র হারাম শরিফ ও মসজিদে নববী সহ বিভিন্ন ইসলামিক ঐতিহ্য অত্যন্ত সম্মানের ও মর্যাদা পূর্ণ। বাংলাদেশের মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের জন্য সৌদি সরকারের মানবিক সহায়তায় সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তিনি আশা প্রকাশ করেন সৌদি আরব রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক পত্তাবাসনে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আরো জোড়ালো ভূমিকা রাখবে। পবিত্র হজ্জ পালনকালে সৌদি প্রধানমন্ত্রী ও যুবরাজ মুহাম্মদ বিন সালমান এর সাথে সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে তিনি শিগগিরই বাংলাদেশের সফরে আসবেন। সৌদি মন্ত্রী ডক্টর তৌফিগ বিন ফাওজান আল রাবিয়াহ বলেন ভ্রাতৃপ্রতীম মুসলিম দুই দেশ সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বিরাজমান সম্পর্ক দিন দিন নতুন  উচ্চতায় উন্নীত হচ্ছে।মন্ত্রী জানান তার দেশ বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সম্পর্ক বাড়াতে খুবই গুরুত্ব দেয়। তিনি বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উন্নীত হাওয়ায় তিনি বাংলাদেশ সরকার ও জনগণকে অভিনন্দন জানান। সৌদি মন্ত্রী বলেন বাংলাদেশের উন্নয়নে সৌদি সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন বাংলাদেশি হাজীগণ যেন আরো সহজে নির্বিঘ্নে হজ পালন করতে পারেন সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান রাষ্ট্রপতির সচিব গন ধর্ম সচিব ও বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Archives